যে সকল চাষী ভাইয়েরা আউশ ধান চাষী সার, ধান পেয়েছেন তাদের সেচ সহায়তা বাবদ ৪০০/= টাকা করে প্রদান করা হবে। এ টাকা সকল চাষীদের মোবাইলের বিকাশ একাউন্ট থাকতে হবে। যাদের একাউন্ট নাই তাদের কে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বিকাশ একাউন্ট করা যাবে। একাউন্ট করতে হলে পাসপোট সাইজের ২ কপি ছবি, ভোটার আইডির পটোকপি/ পাসপোটের পটোকপি/ ড্রাভিং লাইন্সের পটোকপি এবং মোবাইল সাথে আনতে হবে। অন্যথায় কোন ভাবেই টাকা দেওয়া হবে না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস